Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের ভবিষ্যত চ্যালেঞ্জসমূহ:

 নিরবচ্ছিন্ন, গুণগত ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা;

 সিস্টেম লস হ্রাসকরণ;

 বিদ্যমান বৈদ্যুতিক নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটানো;

 বিদ্যমান বৈদ্যুতিক নেটওয়ার্কের আধুনিকায়ন ও দক্ষ জনবল তৈরি।

 

চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ ও ০৫ বছরের কর্মপরিকল্পনা:

 বিভাগওয়ারী/২টি বিভাগ একত্রে বৈদ্যুতিক নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি, সিস্টেম লস হ্রাস ও আধুনিকায়নের জন্য ৫টি প্রকল্প গ্রহণ ;

 বিদ্যমান কাঠের পোল স্ট্র্যাকচার্ড উপকেন্দ্রগুলোকে আধুনিক উপকেন্দ্রে রুপান্তর ;

 ঢাকার আশে-পাশে ১৩টি পবিসের ভৌগোলিক এলাকায় স্ক্যাডা সিস্টেম স্থাপন ;

 ম্যানুয়াল মিটারসমূহকে পর্যায়ক্রমে স্মার্ট মিটার দ্বারা প্রতিস্থাপন করে গ্রাহক সন্তুষ্টি অধিকতর বৃদ্ধি ;

 ঢাকার আশে-পাশে পবিসগুলোর ঘনবসতি ও শিল্পহাব এলাকায় ওভারহেড বৈদ্যুতিক নেটওয়ার্ককে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে রুপান্তর (ঢাকা পবিস-৪ এর ভৌগোলিক এলাকার আংশিক এলাকায় পাইলট হিসেবে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ১১ টি পবিসে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টরি