নিরবচ্ছিন্ন, গুণগত ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা;
সিস্টেম লস হ্রাসকরণ;
বিদ্যমান বৈদ্যুতিক নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটানো;
বিদ্যমান বৈদ্যুতিক নেটওয়ার্কের আধুনিকায়ন ও দক্ষ জনবল তৈরি।
চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ ও ০৫ বছরের কর্মপরিকল্পনা:
বিভাগওয়ারী/২টি বিভাগ একত্রে বৈদ্যুতিক নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি, সিস্টেম লস হ্রাস ও আধুনিকায়নের জন্য ৫টি প্রকল্প গ্রহণ ;
বিদ্যমান কাঠের পোল স্ট্র্যাকচার্ড উপকেন্দ্রগুলোকে আধুনিক উপকেন্দ্রে রুপান্তর ;
ঢাকার আশে-পাশে ১৩টি পবিসের ভৌগোলিক এলাকায় স্ক্যাডা সিস্টেম স্থাপন ;
ম্যানুয়াল মিটারসমূহকে পর্যায়ক্রমে স্মার্ট মিটার দ্বারা প্রতিস্থাপন করে গ্রাহক সন্তুষ্টি অধিকতর বৃদ্ধি ;
ঢাকার আশে-পাশে পবিসগুলোর ঘনবসতি ও শিল্পহাব এলাকায় ওভারহেড বৈদ্যুতিক নেটওয়ার্ককে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে রুপান্তর (ঢাকা পবিস-৪ এর ভৌগোলিক এলাকার আংশিক এলাকায় পাইলট হিসেবে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ১১ টি পবিসে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস